লেভেল ঘষামাজা করে বাড়ানো হয় সয়াবিন তেল

 


হবিগঞ্জ প্রতিনিধি

বিগঞ্জে বোতলে লাগানো লেভেল ঘষামাজা করে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার ও মোয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় অন্য ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার থেকে এই ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে তেলের বোতলের লেভেলে লেখা মূল্য ঘষামাজা করে তুলে ফেলে এবং বোতলে দাম লেখা থাকার পরও ক্রেতাদের কাছে বেশি মূল্য নেওয়ার অভিযোগে সোহেল স্টোরকে ৩ হাজার, পরিতোষ স্টোরকে ৫ হাজার ও রায়হান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় শাহ আলমের চালের দোকানকে ৩ হাজার, একতা স্টোরকে ৫ হাজার, বিরাজ স্টোরকে ৪ হাজার এবং বিএম ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযানে সহযোগিতা করে। বৃহস্পতিবার রাতে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না : এমপি ডিউক

ফেসবুক-টুইটার রাশিয়ায় নিষিদ্ধ

সৌদি আরব বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ ফিরোজ —————————————————