সাভারে বামন্নী খাল খনন কাজ শুরু
মোঃ
শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে এলাকাবাসীকে জলাবন্ধতার হাত থেকে রক্ষার্থে ঐহিত্যবাহী বামন্ন খাল খনন কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন পরে হলেও খালটি খনন কাজ শুরু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছেন এলাকাবাসী। সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের চান্দুলিয়া ও বনগাঁও ইউনিয়নের কোন্ডা মৌজায় অবস্থিত এই বামন্নী খালটির খনন কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। গুরুত্বপূর্ণ এই খালটি খনন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী জলাবন্ধতার হাত থেকে রক্ষা পাবেন বলে মনে করেন সংশ্রিষ্টরা। খালটি খনন কাজ যেন ব্যহৃত না হয় সেজন্য তদারকি করছেন উপজেলা প্রশাসনের লোকজন।
এলাকাবাসী জানায়,ঐতিহ্যবাহী বামন্নী খালটি দীর্ঘদিন ধরে বেদখল ছিলো পরে খালটি উদ্ধার করে আজ থেকে খনন কাজ শুরু করেন উপজেলা প্রশাসন। খালটি খনন কাজ শেষ করে সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য কাজ করবেন উপজেলা প্রশাসন। খালটি খনন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। খালটি খনন কাজের সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,যুব নেতা আজিজুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন