মোটরসাইকেলে ঘুরতে গিয়ে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যু

 মোটরসাইকেলে ঘুরতে গিয়ে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি মোটরসাইকেলে ঘুরতে গিয়ে একসঙ্গে তিন বন্ধু মৃত্যু হয়েছে শুক্রবার (৪ মার্চ) বিকালে রাজধানীর রূপনগরে বিরুলিয়া সাদি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হয়েছে- মিলন হোসেন, শামীম হোসেন ও হারুন (১৭)। তাদের মধ্যে মিলন ফুডপান্ডায় কাজ করতেন, হারুন মেকানিক ছিলেন। নিহতদের বন্ধু রুবেল সংবাদমাধ্যমকে জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বিকেলে ঘুরতে বের হয়েছিলেন। বিরুলিয়ায় এক তেল পাম্পের কাছে যাওয়া মাত্রই পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে হারুন মারা যান। পরে গুরুতর আহতাবস্থায় মিলন ও শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না : এমপি ডিউক

ফেসবুক-টুইটার রাশিয়ায় নিষিদ্ধ

সৌদি আরব বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ ফিরোজ —————————————————